Quotes of Andrei Voznesensky - somelinesforyou

“ আমার উপরে, তোমার উপরে, আর ঐ কাপুচিন মঠবাসীদের ’পরে চিকিৎসাবিদ্যার কিছু জানা সূত্রের নির্ভরে, ঘড়ির মতন নাগাড়ে, বিরতিহীন সোল্লাসে বাড়ে নাসাতরু দিনদিন। রাতারাতি তারা বেড়ে চলে অনুখন প্রতি নাগরিকে, বিশেষ বা সাধারণ, সান্ত্রির তথা মন্ত্রীর ’পরে, ধনী তথা গরিবের, প্যাঁচার মতন নিশিডাক ছেড়ে ছেড়ে, ঠাণ্ডা এবং প্রায়নিষ্ক্রিয়, মেরে ফাটিয়ে দিয়েছে মুষ্টিযোদ্ধা যাকে, অথবা থেঁৎলে গিয়েছে যা দরোজায়, আর আমাদের স্ত্রীজাতি পড়োশিদের সেগুলি যে, আহা, তুরপুন হয়ে ঢোকে কত দুয়ারের চাবির ছিদ্রে, হায়! গোগলমরমি, ঝঞ্ঝেটে আত্মাটি ধ্যানে জেনেছিল ইহাদের খুঁটিনাটি। আমার ইয়ার বুগিন্্স্, মদের ঘোরে স্বপ্ন দেখল, যেন গির্জার চূড়ার মতন চোখা হয়ে, ঝাড়বাতিবালতিগামলা টুটে, জাগিয়ে এবং বিঁধে ফেলে যত অবাক্ সিলিং, পরে গেঁথে মেঝেগুলিখোঁটে রিসিট যেমন গেঁথে রাখা হয়তারপর একরোখা উঠে গেল নির্বাক্ উপরে, আরও উপরে তার আপনার নাক। ‘এর মানেটা কী?’ পরদিন প্রাতে আমাকেই শুধাল সে। ‘হুশিয়ারি কেয়ামতের: হয়তো,’ আমি বলি, ‘তোর বই পত্রের হ’তে পারে পরীক্ষানিরীক্ষা শীঘ্রই।’ তিরিশ তারিখে বন্ধুবেচারা ঢুকে গেল কারাগারে। কেন, হে প্রধান নাকবিধায়ক, কেন বাড়ে আমাদের নাকগুলি, আর কমে আয়ু আমাদের? কেন এই ছোট মাংসপিণ্ড রাতের অন্ধকারে আমাদের শুষে ভ্যাম্পায়ার বা সাক্শনপাম্প্হেন খালি করে একেবারে? এস্কিমো জাতি, এরকম শোনা যায়, মুখের বদলে নাক দিয়ে চুমু খায়। আমাদের মাঝে এখন অবধি চলন হয় নি এর। ”

- Andrei Voznesensky

“ The art of creation is older than the art of killing. ”

- Andrei Voznesensky

“ The art of creation is older than the art of killing. ”

- Andrei Voznesensky

“ The times spat at me. I spit back at the times. ”

- Andrei Voznesensky

“ The art of creation is older than the art of killing. ”

- Andrei Voznesensky

“ The times spat at me. I spit back at the times. ”

- Andrei Voznesensky

“ The art of creation is older than the art of killing. ”

- Andrei Voznesensky

“ The times spat at me. I spit back at the times. ”

- Andrei Voznesensky
  • 1